আজ পূর্বাহ্নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চিলমারী, কুড়িগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ অফিসার হিসাবে ডা. সাগরিকা কার্জ্জী যোগদান করেন। ৩৭তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি ভেটেরিনারি সার্জন পদে দীর্ঘ পাঁচ বছর যথাক্রমে রংপুরের তারাগঞ্জ ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও সিনিয়র স্কেলে (৬ষ্ঠ গ্রেড) পদোন্নতিপ্রাপ্ত হয়ে চিলমারীতে যোগদানকালে ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলমসহ দপ্তরের সকল সহকর্মী ফুলেল অভ্যর্থনা প্রদান করেন। যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতকালে চিলমারীর প্রাণিসম্পদ সেক্টরের উত্তরোত্তর সমৃদ্ধিতে সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS