Wellcome to National Portal

আপনার গবাদিপশু ও পোল্ট্রিকে নিয়মিত সংক্রামক রোগের টিকা প্রদানের জন্য  ইউনিয়নভিত্তিক ভলান্টিয়ার  ভ্যাকসিনেটর এবং গবাদিপশুর কৃত্রিম প্রজননের জন্য ইউনিয়নভিত্তিক এআই টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুনখামারীগণ জরুরি মুহূর্তে   উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চিলমারী, কুড়িগ্রামে  সেবা গ্রহণ করতে পারবেন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাণিসম্পদের শিল্পায়ন শেখ হাসিনার উপহারপ্রাণীর পাশেই ডাক্তার মুজিববর্ষের লক্ষ্যসবার জন্য ডিম,দুধ,মাংস প্রাণিসম্পদে ভরবো দেশগড়বো সোনার বাংলাদেশ ছাগল পালনে অধিক টাকাউন্নয়নের ঘুরবে চাকা মুজিববর্ষের দৃঢ়তাপ্রাণিজ আমিষের পূর্ণতা * নিয়মিত দুধ পানেশক্তিবুদ্ধি দুইই মিলে অন্ন,বস্ত্র,বাসস্থানগাভী পালনে সমাধান দেশে এলো উন্নত ঘাসসবাই মিলে করুন চাষ ঘরে ঘরে মুরগী পালনবাড়বে নারীর ক্ষমতায়ন * উন্নত জাতের গাভী পালনসুখী-স্বনির্ভর জাতি গঠন * ক্ষুদ্র প্রাণীর বৃহৎ দানহাঁস-মুরগীর চাষ বাড়ান পশুপাখির চিকিৎসা দিননিয়ম মেনে যত্ন নিন * মুজিববর্ষে সোনার বাংলাপ্রাণিসম্পদ হোক সুফলা * মিশনঃ প্রাণিস্বাস্থ্য সেবা প্রদানপ্রাণীর উৎপাদন  উৎপাদনীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।