Wellcome to National Portal

আপনার গবাদিপশু ও পোল্ট্রিকে নিয়মিত সংক্রামক রোগের টিকা প্রদানের জন্য  ইউনিয়নভিত্তিক ভলান্টিয়ার  ভ্যাকসিনেটর এবং গবাদিপশুর কৃত্রিম প্রজননের জন্য ইউনিয়ন ভিত্তিক এআই টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুনখামারীগণ জরুরি মুহূর্তে   উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চিলমারী, কুড়িগ্রামে  সেবা গ্রহণ করতে পারবেন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা প্রাণিসম্পদ অফিস, চিলমারী উপজেলায় গবাদি পশুর চিকিৎসা, রোগ প্রতিরোধ, জাত উন্নয়নসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দুধ, ডিম, ও মাংস উৎপাদন বৃদ্ধি করে মেধা সম্পন্ন জাতি গঠনে সহায়ক ভূমকিা পালনসহ আত্ন-কর্ম সংস্থান সৃষ্টি ও দারদ্রি বিমোচনে চিলমারী উপজেলার প্রাণিসম্পদ অফিসসমূহের সমন্বয়কের কাজ করে চলছে।এছাড়া সরকার ও বিভিন্ন প্রকল্পকতৃক বরাদ্দ অনুযায়ী কৃষক /খামারীদের প্রণিসম্পদ বিষয়ক দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদানকরা হয়।  এ অফিসের প্রধান হচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আলতাব হোসেন।